*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন...

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনায় তীব্র নিন্দা, দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায়...

শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার...

৯ মামলায় গ্রেপ্তার দেখানো হলো মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক ৯ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ আদেশ দেন। বিকেলে এই ৯ মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মির্জা আব্বাসকে পল্টন থানায় পুলিশ কনস্টেবল হত্যাসহ ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ রমনা থানার ৪ মামলায় দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, মির্জা আব্বাসকে রাজধানীর পল্টন ৫ এবং রমনা থানার ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজকে বিকেলে এই ৯ মামলায় আমরা তার জামিন শুনানি করবো। আশা করছি, আদালত সবগুলো মামলায় তার জামিন মঞ্জুর করবেন।

এর আগে আজ দুপুর ১২টার দিকে মির্জা আব্বাসকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার সিএমএম আদালত হাজির করে কারা কর্তৃপক্ষ।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানির আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানির এ দিন ঠিক করেন।

গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ
সম্পর্কিত