ইরানের কাশমার শহরে ভূমিকম্পে নিহত হয়েছেন অন্তত চারজন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৯।
ভূমিকম্পে আহতের ৩৫ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ভূমিকম্পের কারণে শহরটির বেশির ভাগ পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ২০২৩ সালে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তখন নিহত হয়েছিলেন তিনজন ব্যক্তি। আহত হয়েছিলেন ৮শ’ জনের বেশি মানুষ।