১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ছাড়া, বৈঠকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
এর আগে, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ১৫ আগস্ট সাধারণ ছুটি না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।
দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছিল। আ.লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে এ দিন সরকারি ছুটি ছিল।