বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে হিন্দুসহ অমুসলিম নাগরিকদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয় বৈঠকে। তারা এ সময় নাগরিকদের ওপর জুলুম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।
বিএনপির পক্ষ থেকে অমুসলিম নাগরিকদের পাশে থাকার কথা বলেন। নেতারা বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
যদি বিএনপির কথা বলে কেউ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের নাম ও অভিযোগ দিলে দলগতভাবে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বিএনপির নেতারা।