সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে ঘটা সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স এই তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী পুলিশের ৪৪ জন এই সহিংসতায় নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি কনস্টেবল পদে কর্মরতরা। ২১ জন কনস্টেবল এতে প্রাণ হারিয়েছেন। এরপরই রয়েছে এসআই পদমর্যাদার পুলিশ। মোট ১১ জন এসআই প্রাণ হারিয়েছেন সাম্প্রতিক সহিংসতায়। নিহতদের মধ্যে এএসআই রয়েছে ৭ জন। এছাড়া নিহত হয়েছেন তিনজন পুলিশ পরিদর্শক, একজন এটিএসআই ও ডিএমপির প্রোটেকশন বিভাগের একজন নায়েক।
তালিকা অনুযায়ী, সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ ১৫ জন পুলিশের প্রাণ গেছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটনে মারা গেছে ১৪ পুলিশ সদস্য। ঢাকা জেলা পুলিশ, নোয়াখালী ও কুমিল্লায় নিহত হয়েছেন ছয় সদস্য। এছাড়া খুলনা মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, চাঁদপুর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণঞ্জে প্রাণ গেছে একজন করে।
এর বাইরে, ঢাকায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন, নারায়ণগঞ্জে পিবিআইয়ের একজন ও কুমিল্লায় হাইওয়ে পুলিশের এক সদস্য রয়েছেন।