মধ্য আফ্রিকার দেশ আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের ফলেই এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, ফেরিডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন।
ফেরির সবাই একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গেছে।
শনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরার সাথে কথা বলার সময় নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেন, উদ্ধারকারীরা পানি থেকে ‘৫৮ জনের মৃতদেহ’ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা আমরা জানি না।