*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন...

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনায় তীব্র নিন্দা, দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায়...

শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার...

বার্সায় কাজের সঠিক মূল্যায়ন হয়নি: জাভি

 

২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। শুরুটা ভালোই করেছিলেন। গত মৌসুমে কাতালান ক্লাবটিকে লা লিগার শিরোপা জেতালেও এই মৌসুমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বার্সা। দলকে শিরোপার লড়াইয়ে রাখতে না পারলে মৌসুম শেষে ক্লাব ছাড়তে হতে পারে এমন শঙ্কার কথা কয়েকবার জানিয়েছিলেন জাভি। শেষ পর্যন্ত ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন এই ক্লাব কিংবদন্তি।

এই মৌসুমের শুরুটা বার্সেলোনার একদমই ভালো হয়নি। দলটির পারফরর্মেন্স করেছে উঠানামা। যার সবটুকু দায় গিয়েছে জাভির কাঁধেই। ফলে মৌসুমের শুরু থেকেই চাকরি ছাড়ার চিন্তা করে রেখেছিলেন বলেই জানিয়েছেন তিনি, ‘বার্সার মানের ফুটবল আমরা উপহার দিতে পারছি না, তাই সিদ্ধান্ত নিয়েছি সরে দাঁড়ানোর। আমি ক্লাব ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে এখানে এসেছি, আমি বিশ্বাস করি যে আমাদের কাজের যথেষ্ট মূল্যায়ন করা হয়নি। মৌসুমের শুরু থেকেই আমি চিন্তা করেছি এই মৌসুম শেষেই সঠিক সময় দায়িত্ব ছাড়ার।’

জাভির এমন হুট করে বিদায় বলে দেওয়া মানতে পারেননি ক্লাবের বেশ কয়েকজন ফুটবলারও। তারা নাকি জাভিকে নিজের সিদ্ধান্ত বদলের অনুরোধও করেছিলেন, ‘আমি প্রচুর ম্যাসেজ ও কল পেয়েছি। অনেকেই ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলেছে। কয়েকজন ফুটবলার তো আমাকে আবেগিও করে তুলেছিল। আপাতত সামনের চার মাসে আমদের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছি।’

ধুঁকতে থাকা বার্সেলোনার দায়িত্ব নেন জাভি। নিজের প্রথম মৌসুমে শিরোপা না জিতলেও ভালো কিছুরই আভাস দিয়েছিলেন। তবে দ্বিতীয় মৌসুমেই তিনি বার্সার হয়ে জেতেন লা লিগার শিরোপা। সেই সাথে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ঘরে তোলেন সুপার কাপের শিরোপাও।

সর্বশেষ
সম্পর্কিত