মোহাম্মদ মুস্তাফাকে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার (১৫ মার্চ) বার্তা সংস্থা ওয়াফা ও এপি জানায় এ তথ্য।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহর স্থলাভিষিক্ত হলেন তিনি। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই শাতায়েহ ও তার সরকার পদত্যাগের ঘোষণা দেয়। এরপর থেকেই ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে সরকার গঠনে চাপ বাড়তে থাকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর।
৬৯ বছর বয়সী মোহাম্মদ মুস্তাফার জন্ম পশ্চিম তীরের তুলকারেমে। এই অর্থনীতিবিদ এর আগে পালন করেছেন ফিলিস্তিনের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব। বর্তমানে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী মুস্তাফা বিশ্বব্যাংকে ১৫ বছর কাজ করেছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেই পরিচিত তিনি।