*** পরীক্ষামূলক পরিচালন ***

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সচিবালয়ে আগুন: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে...

সচিবালয়ে আগুনে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, সুরক্ষা বাড়াতে চিঠি

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ...

অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সময় বেঁধে দিল সরকার

দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের...

ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার (৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাওসার আহম্মেদ ও হাইওয়ে থানার ওসি আব্দুলাহিল বাকি।

নিহতরা হলেন- পাবনা জেলার সাথিয়া উপজেলার পুনডুরিয়া এলাকার ইদ্রিসের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। বাকি দুজনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিলো। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে দুই জন নিহত হয়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেয়া হয়েছে।

ওসি আব্দুলাহিল বাকি জানান, একজনের পরিচয় মিলেছে বাকিদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
সম্পর্কিত