নির্বাচনি প্রচারণায় আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এই আঘাত ততটা গুরুতর নয় বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। শনিবার পেনসিলভিনিয়াতে এক র্যালিতে এই ঘটনা ঘটেছে।
সিএনএন জানিয়েছে, শনিবার রাতে পেনসিলভিনিয়ার বাটলারে এক প্রচারণা সভায় যোগ দিয়েছিলেন ট্রাম্প। হঠাৎই জোরেশোরে কিছুর শব্দ শোনা যায়। সাথে সাথে স্টেজ থেকে নামতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ট্রাম্প। পরে তিনি উঠে দাঁড়ালেও তার নাকে মুখে রক্ত লেগেছিল। তবে ওই অবস্থাতেও উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ও সাবেক মার্কিন প্রেসিডেন্টদের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা ওই সময় ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। পরে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। সিক্রেট সার্ভিস জানিয়েছে, ট্রাম্প সুস্থ্য আছেন।
তবে এই ঘটনাকে ‘জঘন্য’ হিসেবে চিহ্নিত করেছেন তারা। এই ঘটনায় এক বন্দুকধারী ও একজন সমাবেশে অংশগ্রহণকারী নিহত হওয়ার খবর জানিয়েছে বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস।
এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়েন প্রায় সব দলের নেতারাই। ডেমোক্রেট হাউস লিডার হাকিম জেফরিস এক্স এ এক পোস্টে বলেছেন, রাজনৈতিক সহিংসতা অবশ্যই নিন্দনীয়। ট্রাম্পের জন্য প্রার্থনা রইলো। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই বিষয়ে নিন্দা জানিয়েছেন। তবে এই ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রেসিডেন্ট বাইডেনকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।