*** পরীক্ষামূলক পরিচালন ***

রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

‘ডাকসু নির্বাচনের ব্যাপারে আন্তরিক ঢাবি প্রশাসন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের বিষয়ে...

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনে ঢাকাসহ দেশের...

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চিলি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ১...

দেশবাসীর উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূসের বার্তা

অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরতে আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দেশে ফিরবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফেরার পূর্বে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, কোনো প্রকার ভুলের কারণে যেন এই বিজয় হাতছাড়া না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সকলের উদ্দ্যেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে এবং সব ধরনের সহিংসতা ও সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে হবে। দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্যও অনুরোধ করেছেন তিনি।

ড. ইউনূস বলেন, আমি সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। দেশের জনসাধারণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের এই সুন্দর, বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা প্রয়োজন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ।

তিনি বলেন, একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারিনা। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন ও দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বঙ্গভবনে।

সর্বশেষ
সম্পর্কিত