*** পরীক্ষামূলক পরিচালন ***

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর...

পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে পরিচয়পত্র...

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত সাত শতাধিক

২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে। ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৭১১ জন। এছাড়া কমপক্ষে ৭৭ জন টানেল এবং ধসে পড়া ভবনে আটকা পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, বুধবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে এবং ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

এদিকে, রাজধানী তাইপেতে কয়েকটি ভবন বিধ্বস্তের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।

ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে দক্ষিণ জাপান এবং ফিলিপাইনের কিছু অংশের জন্যও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত ১০১টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে একটি ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ২ হাজার ৪০০ মানুষ মারা যায় এবং ৫ হাজার ভবন ধ্বংস হয়।

সর্বশেষ
সম্পর্কিত