সুযোগ ছিল শারমীন সুপ্তার, আয়েশা রহমান, ঝিলিক এবং ফারজানা হক পিংকির। নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির পথে তারা এগিয়ে যাচ্ছিলেন দ্যুতি ছড়িয়ে। আয়েশা চলে গিয়েছিলেন খুব কাছে। তিন অঙ্কের ছোঁয়া থেকে মাত্র ৬ রান দূরে থেমে যায় তার ইনিংস। বাকিরা আটকে যান আশির ঘরে। অন্যরা যেখানে সুযোগ হাতছাড়া করেছেন সেখানে হাতের মুঠোয় পাওয়া সুযোগ দু’হাত ভরে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।
সেন্ট্রাল জোনের অধিনায়ক বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে গড়েছেন ইতিহাস। নারী ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান জ্যোতি। তিন দিনের ম্যাচে নর্থ জোনের বিপক্ষে ১৫৩ রানের ইনিংস খেলেছেন জ্যোতি। ২৫৬ বলে ২০ চার, ২ ছক্কায় দেড়শ ছাড়ানো ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। ইতিহাস গড়তে ধৈর্য দেখিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ক্রিজে ছিলেন ৪১৪ মিনিট।
জ্যোতির সেঞ্চুরিতে ভর করে সেন্ট্রাল জোন ৮ উইকেটে ৩৮৭ রানের বিশাল স্কোর করে ইনিংস ঘোষণা করে। নর্থ জোনের বোলার জান্নাতুল ফেরদৌস সুমনা ১১৩ রানে পেয়েছেন ৬ উইকেট।
এর আগে রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোনের ওপেনার ফারজানা হক পিংকি ৮৬ রান করেছিলেন। বাংলা ট্র্যাক মাঠে ইষ্ট জোনের হয়ে ৮৮ রান করেন শারমীন সুপ্তা। জবাবে সাউথ জোনের ওপেনার আয়েশা রহমান ৯৪ এবং ঝিলিক ৮২ রান করেন।
যে কোনো ব্যাটসম্যানের জন্যই সেঞ্চুরি আরাধ্য। জ্যোতি তিন অঙ্ক ছুঁয়ে নিজের ইনিংসের পূর্ণতা দিয়েছেন। সাদা পোশাকের ক্রিকেটে এই পথ চলা সামনে কতটা মসৃণ হয় সেটাই এখন দেখার বিষয়।