*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে...

স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়: প্রেস সচিব

‘স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়’ বলে মন্তব্য...

নির্বাচনে কারা আসবে, সে সিদ্ধান্ত ইসির: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম...

৯০ দিন পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন চিত্রনায়ক জিৎ

গত অক্টোবরে পুত্র সন্তানের বাবা হয়েছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। তিন মাস আগে সেই খবর জানালেও সন্তানের ছবি প্রকাশ করেননি। এবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন টালিউডের এই তারকা। এর আগে গত সেপ্টেম্বর মাসে এই অভিনেতা ফেসবুকে স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে দ্বিতীয়বার বাবা হওয়ার খবর জানিয়েছিলেন।

জিৎ আজ তার ফেসবুকে নবজাতক সন্তানকে জড়িয়ে ধরে আদর করার একটি ছবি পোস্ট করেছেন। মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে নির্লিপ্তভাবে তাকিয়ে থাকতে দেখা যায় এই তারকাকে। ছবিটি পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘ দিনটি ছিল আমার জীবনের একটি শুভদিন। সেদিন সে পৃথিবীকে হেলো বলেছিল। চলুন আমার ছেলে রনভের সঙ্গে পরিচয় করিয়ে দেই।’

এর আগে গত সেপ্টেম্বর মাসে স্ত্রীর বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের সঙ্গে বাবা হওয়ার খুশির খবর ভাগাভাগি করেন জিৎ। ফেসবুকে পোস্ট করা ছবিতে জিৎ, মোহনার সঙ্গে ছিলেন তাঁদের প্রথম সন্তানও। সবারই পরনে সবুজ রঙের পোশাক। স্ত্রীর বেবি বাম্পে হাত রেখেছেন জিৎ—এমন ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে অন্তজালে।

সেই ছবি পোস্ট করে জিৎ ফেসবুক পোস্ট লিখেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে। আমরা অপেক্ষা করছি, আমাদের অনাগত সন্তানের। সবার প্রার্থনা চাই।’ ২০১১ সালে লক্ষ্ণৌর একটি স্কুলের শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেতা। এই দম্পতির কন্যাসন্তান রয়েছে। এবার দ্বিতীয়বারের মতো বাবা ও মা হলেন জিৎ ও মোহনা।

সর্বশেষ
সম্পর্কিত