*** পরীক্ষামূলক পরিচালন ***

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিতে...

নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি

২০২৫ সালের সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন...

আসামিদের অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে...

হাওর এলাকায় গাড়ী চালানোর বিষয়টি ছিল কল্পনাতীত

রাজধানীর একটি হোটেলে সুনামগঞ্জ জেলা হাওরপারেরর নবনির্বাচিত এমপিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারা বলেন, আমাদের পূর্বপুরুষরা ভাবতেও পারেনি যে আষাঢ়-শ্রাবণ মাসে হাওর বাওর এলাকা থেকে গাড়ি চালিয়ে নেত্রকোন বা ঢাকা যাওয়া যাবে।
আজ সোমবার (১২ফেব্রুয়ারী) রাজধানীর একটি হোটেলে সুনামগঞ্জ জেলা হাওরপারেরর নবনির্বাচিত এমপিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে সংসদ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও দ্বিতীয় পর্বে দুজন শিল্পীর কন্ঠে আধুনিক, রাধারমন ও হাছনরাজার গান পরিবেশন।
নব নির্বাচিত যে ৫জন এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার ও সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়েছেন। সিলেটের কৃতি সন্তানদের দিযে তিনি এসব উন্নয়ন কাজ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এই দেশকে স্মাট বাংলাদেশে রুপান্তর করতে যাচ্ছেন। এ কারণে সুনামগঞ্জসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে ১৪‘শ কোটি টাকা দিয়েছেন। অবশ্য এই টাকা বরাদ্দের পিছনে এম এম মান্নান সাবেক পরিকল্পনামন্ত্রীর বিশেষ অবদান রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক পরিকল্পনামন্ত্রীএম এমান্নান এমপি বলেন, আমাদের পূর্বপুরুষরা ভাবতেও পারেনি যে আষাঢ়-শ্রাবন মাসে হাওর বাওর এলাকা থেকে গাড়ি চালিয়ে নেত্রকোন বা ঢাকা যাওয়া যাবে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় তাকার কারনেই এটা সম্ভব হয়েছে। বৃহত্তর সিলেটে ব্রীজ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আরো প্রকল্প বাস্তবায়নাধীন আছে।

সর্বশেষ
সম্পর্কিত