স্বাস্থ্যসেবা বিভাগসহ তিন সচিব পদে পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (২০ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। আর চুক্তিভিত্তিতে নিয়োজিত রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বারিককে রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।