উসকানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধ বাধাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বিএনপি-জামায়াত সেন্টমার্টিন দখলের গুজব ছড়িয়েছে। এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা হবে।
রোববার (১৬ জুন) দুপুরে ধানমন্ডিতে দলীয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এ সময় ওবায়দুল কাদের বলেন, সেন্টমার্টিন সীমান্তে যে জাহাজ দৃশ্যমান ছিলো তা ইতোমধ্যে ফেরত গিয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে বিশ্বাসী বাংলাদেশ।
বিএনপিতে বড় রদবদল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের সাংগঠনিক ব্যর্থতা স্বীকার করেই কাউকে বাদ দিচ্ছে কাউকে পদায়ন করছে। তারা যে আন্দোলনে ব্যর্থ সেটা তাদের কমিটি বিলুপ্তির মাধ্যমে স্বীকৃত হলো।
এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৫ কোটি টাকা ও বঙ্গবন্ধু সেতুতে ৪ কোটি টাকার টোল আদায় হয়েছে বলেও জানান তিনি।