দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৯ পথচারীর। আহত হয়েছেন আরও ৪ জন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১ জুন) স্থানীয় সময় দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সবুজ বাতি দেখে রাস্তা পার হচ্ছিলেন হতাহতরা। এমন সময় ভুল লেন থেকে একটি গাড়ি এসে তাদের গায়ে উঠে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ যায় ৯ জনের।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার ওপর পড়ে থাকা নিথর দেহগুলোকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দিতে শুরু করেন এক পুলিশ সদস্য। তবুও বাঁচানো যায়নি ৯ জনকে। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সড়কের এ দুর্ঘটনার তদন্ত চলছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।