*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে...

স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়: প্রেস সচিব

‘স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়’ বলে মন্তব্য...

নির্বাচনে কারা আসবে, সে সিদ্ধান্ত ইসির: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম...

সাবরিনার বিরুদ্ধে চার্জ গঠন

জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত চার্জ গঠন করেন। এর মধ্য দিয়ে এই মামলায় ডা. সারবিনার আনুষ্ঠানিক বিচার প্রকৃয়া শুরু হলো।
আপস
গত ২৭ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে মামলার চার্জশুনানির দিন ধার্য ছিল। ওই দিন তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির তারিখ পিছিয়ে ১২ ফেব্রুয়ারি তারিখ দেন। নির্ধারিত এই দিনে আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠনের আদেশ দেন।
আপস
আসামিপক্ষের আইনজীবী জানান, এ সময় ডা. সাবরিনা আদালতে উপস্থিত ছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।
আপস
২০২০ সালের ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। ওই বছরের ২২ নভেম্বও ওই মামলায় জামিন পান তিনি।
আপস
মামলায় অভিযোগ করা হয়, সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।
আপস
২০২২ সালের ১৯ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে পৃথক তিন ধারায় ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন সাবরিনা।
এরপর তিনি কারাবন্দী জীবনের ঘটনা নিয়ে ফেসবুকে লিখতে শুরু করেন। সেই লেখাগুলোর সমন্বয়ে অমর একুশে বই মেলায় ‘বন্দিনী‘ নামে একটি বই বের করেন তিনি। এই বই বের করার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছেন করোনাকালীন খলনায়িকা হিসেবে পরিচিতি পাওয়া ডা. সাবরিনা। প্রায় তিনি বই মেলায় যান। গত ১১ ফেব্রুয়ারি বইমেলায় তাকে দেখে অনেকেই ভূয়া ভূয়া বলে আওয়াজ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ভাইরাল ডা. সাবরিনা। এই আলোচনার মধ্যেই আজ তার জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলার চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রকৃয়া শুরু হলো।

সর্বশেষ
সম্পর্কিত