ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার শিরোপাজয়ী দলকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে নারীদের প্রসঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। ১৬-এর নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদের ডাকবো, তাদের ডেকে প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করবো।
উল্লেখ্য, রোববার (১০ মার্চ) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে অমিমাংসিত থাকে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।