*** পরীক্ষামূলক পরিচালন ***

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির পাওয়ার...

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়...

রিজভী সাহেব মানসিক ভারসাম্য হারিয়েছেন: হাছান মাহমুদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য শুনে মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো দরকার— এমন কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, দেশের মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। ঈদের আগে ঢাকায় ভিক্ষুক কিছুটা বাড়ে। কিন্তু তিনি (রিজভী) এসব আজগুবি কথা কোথায় পান জানি না। তিনি মানসিকভাবে সুস্থ না।

প্রসঙ্গত, সকালে রাজধানীতে ঈদ উপহার বিতরণের এক কর্মসূচিতে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশে দুর্ভিক্ষ চলছে, রাস্তাঘাটে বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। অন্যদিকে, ক্ষমতাসীন দলের নেতারা দিন দিন বিপুল অর্থবিত্তের মালিক হচ্ছে। এরইপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, বিএনপির সময় বাংলাদেশ পাঁচবার দুর্নীততে চ্যাম্পিয়ন ছিল। সেগুলো ঢাকতে তারা আবোল-তাবোল বকছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রিজভীর ডাক্তার দেখানো উচিত।

সর্বশেষ
সম্পর্কিত