ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালের গোলরক্ষক মাতিজা সারকিক মারা গেছেন। ইংলিশ বংশোদ্ভুত মন্টিনিগ্রোর এই খেলোয়াড় গত বছরের আগস্টে ওলভ থেকে মিলওয়ালেতে যোগ দেন।
শনিবার (১৫ জুন) মন্টিনিগ্রোর বুভডা শহরে অবস্থান করছিলেন সারকিক। সেখানেই অসুস্থ হয়ে নিজ ফ্ল্যাটে মারা যান তিনি।
২৬ বছর বয়সী এই গোলরক্ষক জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচে মাঠে নেমেছেন। গত ৫ জুন বেলজিয়ামের বিপক্ষেও খেলেন তিনি।মন্টিনিগ্রোর ফুটবল অ্যাসোসিয়েশন (এএসসিজি) জানায়, সারকিক তাদের ক্লাবের একজন সম্মানিত সদস্য ছিলেন এবং তিনি সবসময় হাস্যোজ্বল মুখের অধিকারী ছিলেন। তার এমন অপ্রত্যাশিত মৃত্যুতে তার পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তার ক্লাব মিলওয়াল ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, গোলরক্ষক মাতিজা সারকিকের মৃত্যুতে তারা পুরোপুরি হতবাক। মাতিজার মৃত্যুতে তার বন্ধু ও পরিবারের প্রতি তারা শোক জানিয়েছে।
উল্লেখ্য, সারকিক গ্রিমসবিতে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টোন ভিলাতে যোগ দিয়েছিলেন তিনি।