২০২৪ ব্যালেন ডি’অর ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেই সঙ্গে ফুটবল বিশেষজ্ঞরাও এগিয়ে রেখেছিলেন তাকে। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় ব্যালেন ডি’অর পাচ্ছেন না তিনি। পুরস্কারটি জিতেছিলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি।
যার ফলে গত ২৮ অক্টোবর রাতে প্যারিসের থিয়েটার ডু শাঁটুতে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে যোগ দেননি রিয়াল মাদ্রিদের কেউই। সেখানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। লম্বা সময় পর এই বিতর্কে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানে রোনালদো পুরস্কার পান মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের। ওই অনুষ্ঠানে ব্যালন ডি’অরের সমালোচনা করে পর্তুগিজ তারকা। জানান ভিনিসিয়ুসের সঙ্গে হয়েছে অন্যায়। পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাই।
রোনালদোর ভাষ্য, ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। রদ্রিও এটি পেতে পারতেন, তবে ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ফাইনালে গোল করেছেন। অন্য কোনো বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যখন কেউ যোগ্য, তখন তাকে পুরস্কৃত করা উচিত। আমার মতে, এটি অন্যায় হয়েছে।
এ ছাড়াও ব্যালন ডি’অরের আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের সমালোচনাও করেন এই তারকা ফুটবলার। সেই সঙ্গে প্রশংসা করেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের।
আল নাসর তারকা বলেন, এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে। এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।