বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আর প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ইফতার পার্টি না করে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে। এমনটাই মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্রহনন করে, অপপ্রচার করে এবং মিথ্যাচার করে।
শুক্রবার (২৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগ বিদেশি রাষ্ট্রের দাসত্ব কখনও করেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের হৃদয়ে ও চেতনায় শুধু বাংলাদেশ। বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে।
এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় নিরীহ মানুষদের মাঝে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সেতুমন্ত্রী।