টানা ১১ বছর ধরে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের রাজত্ব চলছিল। এবার সেখানে ছেদ ঘটালো বায়ার লেভারকুজেন। বায়ার্নের রাজত্ব ভেঙে ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগার শিরোপা জয় করলো।
রোববার (১৪ এপ্রিল) রাতে ওয়ার্ডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বায়ার্নকে ১৬ পয়েন্টে পেছনে ফেলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লেভারকুজেন।
তাদের এমন জয়ে হ্যাটট্রিক করেন ফ্লোরিয়ান ওয়ার্টজ। তিনি ৬৮, ৮৩ ও ৯০ মিনিটে গোল তিনটি করেন। এছাড়া ৬০ মিনিটের সময় গ্রানিত শাকা ও ২৫ মিনিটে পেনাল্টি থেকে ভিক্টর বোনিফেস গোল করেন।
এ নিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকলো লেভারকুজেন। তাতে ১৯৯৩ সালের পর প্রথম কোনো শিরোপা জিতলো জাভি আলনসোর শিষ্যরা।
২৯ ম্যাচ থেকে লেভারকুজেনের সংগ্রহ ৭৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে বায়ার্ন আছে দ্বিতীয় স্থানে।