ফের ডিপফেক ভিডিওর শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত মাসেই তার মুখের ছবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে বসিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল।
আর এবার আলিয়ার মুখ কালো কামিজ পরা এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। ভুয়া ওই ভিডিওতে দেখা গেছে, ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডে অংশ নিয়েছেন আলিয়া।
ভিডিওটি ইনস্টাগ্রামে সমীক্ষা অভতর নামক এক হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যেই ১৭ মিলিয়ন ভিউজ ছাড়িয়েছে।
এর আগেও একাধিক বলিউড নায়িকার ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি করা অন্য কারও শরীরে বসিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল।
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছেন ডিপফেক প্রযুক্তির ভিডিও নিয়ে। এবারও আলিয়ার ডিপফেক ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের অনেকেই এআই-এর অপব্যবহার কতটা বিপজ্জনক তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।