*** পরীক্ষামূলক পরিচালন ***

বুধবার, জানুয়ারি ১, ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে: প্রধান উপদেষ্টা

এত বছরেও পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না...

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র...

দেশ স্বৈরাচার মুক্ত হলেও সামনে বড় যুদ্ধ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ...

পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাউসারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রশাসনের সর্বোচ্চ পদ সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, কাউসার আহাম্মদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এর আগে, গত বছরের ১৯ অক্টোবর পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাউসার আহাম্মদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছিল। এরও আগে ২০২১ সালের ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের সাবেক এই ডিনকে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার।

এদিকে, রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক করা হয়েছে। এ জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে পদোন্নতির পর তাকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সর্বশেষ
সম্পর্কিত