*** পরীক্ষামূলক পরিচালন ***

রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

‘ডাকসু নির্বাচনের ব্যাপারে আন্তরিক ঢাবি প্রশাসন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের বিষয়ে...

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনে ঢাকাসহ দেশের...

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চিলি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ১...

নতুন অ্যাটর্নি জেনারেল বিএনপির মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আাসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিএনপির নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলভিষিক্ত হবেন মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি এক প্রজ্ঞাপনে তা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল বুধবার অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন। এদিন  তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন এ এম আমিন উদ্দিন।

সুপ্রিম কোট বারের সাবেক সভাপতি এ এম আমিন উদ্দিনকে ২০২০ সালের ৮ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। তিনি আওয়ামীপন্থী আইনজীবী ছিলেন।

সর্বশেষ
সম্পর্কিত