তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। আর অনায়াসে এই জয়ে গ্রুপ সেরা হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল রবের্তো মার্তিনেসের শিষ্যরা।
শনিবার ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ‘এফ’ গ্রুপের ম্যাচে বড় এই জয় পায় ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।
ম্যাচে বের্নার্দো সিলভা পর্তুগালকে ২১তম মিনিটে এগিয়ে নেওয়ার পর ২৮তম মিনিটে আত্মঘাতী গোল করেন সামেত আকায়দন। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস্ট থেকে ৫৫তম মিনিটে জালের দেখা পান ব্রুনো ফের্নান্দেস।
এফ গ্রুপে দুই ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে তুরস্ক। সমান ১ পয়েন্ট করে নিয়ে চেক প্রজাতন্ত্র তিনে ও জর্জিয়া চা আছে।