*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে...

স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়: প্রেস সচিব

‘স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়’ বলে মন্তব্য...

নির্বাচনে কারা আসবে, সে সিদ্ধান্ত ইসির: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম...

ডোপ টেস্টে পজিটিভ, অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ লঙ্কান ক্রিকেটার

ডোপিং ভায়োলেশন বা ডোপ টেস্টে পজিটিভ হয়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা।

শুক্রবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোপ টেস্টে ব্যর্থ হন ডিকভেলা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে এসএলসি।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এলপিএলে গল মার্ভেলসের অধিনায়কত্ব করেন নিরোশান। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন গত বছরের মার্চে। এই বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনও ম্যাচ খেলতে পারেননি।

উল্লেখ্য, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডিকভেলা। টেস্টে ২৭৫৭, ওয়ানডেতে ১৬০৪ এবং টি-টোয়েন্টিতে ৪৮০ রান তুলেছেন তিনি।

সর্বশেষ
সম্পর্কিত