ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ফের বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ১২ জন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া এডিসিদের মধ্যে মো. এনামুল হক মিঠুকে পিরোজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রুবাইয়াত জামানকে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রফিকুল ইসলামকে এপিবিএন, মো. আলাউদ্দিনকে এপিবিএন, মির্জা সালাহউদ্দিনকে বিপিএ সারদা, রাজশাহী, এস এম জাহাঙ্গীর আলমকে নৌ পুলিশ, মোহাম্মদ শহিদুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশ, মাসুক মিয়াকে রেলওয়ে পুলিশ, কাজী মাকসুদা লিমাকে পিটিসি টাঙ্গাইল, বদিরুজ্জামানকে কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, খন্দকার রবিউল আরাফাতকে র্যাবে, মো. ইলিয়াছ হোসেনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, একই প্রজ্ঞাপনে সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে বিপিএ সারদা, রাজশাহীতে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল করা হচ্ছে।