*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

‘ডাকসু নির্বাচনের ব্যাপারে আন্তরিক ঢাবি প্রশাসন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের বিষয়ে...

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনে ঢাকাসহ দেশের...

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চিলি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ১...

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসায় হামলা, এমপি বাচ্চুর কার্যালয়ে আগুন

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে আন্দোলনরত ছাত্রজনতা। একই সময়ে তারা স্থানীয় এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার শিক্ষার্থীরা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিলের বাসভবনে হামলা চালায়। সন্ধ্যা সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছেন।

এদিকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম -১০ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা করে। তারা আসবাবপত্র ভাংচুরের পর কার্যালয়টি জ্বালিয়ে দেন। সেসময় বেশকিছু পুলিশ সদস্য সেখানে অবস্থান করলেও তারা কার্যত কোনো ব্যবস্থা নেননি।

সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে গিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলা চালিয়েছেন।তারা মেয়রের বাসার আসবাবপত্রও ব্যাপক ভাঙচুর করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা এডিসি তারেক আজিজ দ্য নিউজকে বলেন, আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলা চালিয়েছে। তারা এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে আগুন দিয়েছে।আমরা আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি।

সর্বশেষ
সম্পর্কিত