*** পরীক্ষামূলক পরিচালন ***

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর...

পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে পরিচয়পত্র...

গাজায় ত্রাণকর্মী নিহত, দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল

সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় সাত ত্রাণকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় ভুল এবং বিধি লঙ্ঘনের প্রেক্ষাপটে দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

বরখাস্ত হওয়া দুই সেনা কর্মকর্তা হলেন-ইসরায়েলের সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার একজন ব্রিগেড চিফ অব স্টাফ। অপরজন মেজর পদমর্যাদার ব্রিগেড ফায়ার সাপোর্ট অফিসার।

এ ছাড়া ড্রোন হামলায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় একাধিক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধানও রয়েছেন।

উল্লেখ্য, গত ১ এপ্রিল গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালা এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাতজন ত্রাণকর্মী নিহত হন। পরে আন্তর্জাতিক চাপের মুখে এ ঘটনার তদন্তের পর শুক্রবার দুজন সেনা কমান্ডারের বিষয়ে এই সিদ্ধান্ত নেয় ইসরায়েল।

তবে ইসরায়েলের দাবি, তিনটি গাড়ি নিশানা করে ভুলবশত ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব গাড়িতে হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছেন ধারণা করে এ হামলা চালানো হয়। তবে এ ক্ষেত্রে যেসব বিধি মানার কথা, তা মানা হয়নি।

সর্বশেষ
সম্পর্কিত