ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন কেট মিডলটন। এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মার্চ) এক ভিডিও বার্তায় কেট বলেছেন, গত জানুয়ারি মাসে তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয় তার। ওই অস্ত্রোপচারের পর ক্যানসার ধরা পড়েছে তার। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে কেমোথেরাপি দেয়া হচ্ছে।
৪২ বছর বয়সী কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা বড় ধরনের দুঃসংবাদ নিয়ে এসেছে পরিবারটির জন্য। এদিকে, রাজপরিবারে রাজা চার্লসও ক্যানসারে আক্রান্ত। বর্তমানে, তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে, দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। তখন রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে।