*** পরীক্ষামূলক পরিচালন ***

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন চলাকালে ঢাকার আশুলিয়ায় ৬...

দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সন্দিগ্ধ...

১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক উপমন্ত্রী পিন্টু 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া...

ইসরায়েলি হামলায় ৫ ত্রাণকর্মী নিহত

ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য খাবার সরবরাহকারী অন্তত ৫ ত্রাণকর্মীকে হত্যা করেছে ইসরায়েল।

মঙ্গলবার (২ এপ্রিল) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ান, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনি সহায়তা কর্মী রয়েছে। তারা সবাই অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) হয়ে কাজ করতেন।

সংস্থাটি জানায়, এটা একটা ট্র্যাজেডি। মানবিক সহায়তাকর্মী ও বেসামরিক নাগরিকরা কখনই লক্ষ্যবস্তু হতে পারে না। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

এর আগে, ফিলিস্তিনে ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় শতশত চিকিৎসক ও ত্রাণকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের এমন আগ্রসন বন্ধে বিশ্ব নেতারা আহ্বান জানালেও সাড়া দিচ্ছে না দলখলদার ইসরায়েল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েল নিহত ও প্রায় ২৫০ জনকে বন্দি করা হয়। এরপর থেকে ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসনে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

সর্বশেষ
সম্পর্কিত