অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হলো আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং আহতদের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং তাদের পুনর্বাসন করা। এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সোমবার (১৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে একথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা।
তিনি বলেন, কোনো হাসপাতালে আহতদের বিল নিয়ে হলে কিংবা চিকিৎসায় গাফিলতি থাকলে এবং ডাটাবেজ তৈরিতে সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তার আহ্বানও জানান তিনি।
এ সময় তিনি চিকিৎসা ব্যবস্থাপনায় আস্থা রাখার অনুরোধ জানান। সরকারি হাসপাতাল বলে নিম্ন মানের সেবা দিলে এই সরকার তা মানবে না। সরকারি হাসপাতালে নজরে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি।