ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংসদ দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।
গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
মালদাহ পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি মালদাহ হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই ধোঁয়া বের হতে শুরু করে। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তার সঙ্গে উপস্থিত টিম। হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট।
এ ঘটনায় দেব বলেন, ‘মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধু পাইলটের দক্ষতার জন্য।’
পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা। তিনি বলেন, ‘একটু ট্রমা তো হবে। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই।’
এ ঘটনার পর মুর্শিদাবাদের রানিনগরের জনসভায় যোগ দিতে সড়কপথে রওনা হোন দেব।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবকে টেলিফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।
মালদাহ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।