*** পরীক্ষামূলক পরিচালন ***

রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

‘ডাকসু নির্বাচনের ব্যাপারে আন্তরিক ঢাবি প্রশাসন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের বিষয়ে...

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনে ঢাকাসহ দেশের...

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চিলি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ১...

হাসপাতালে মোহনলাল

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলালকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কোচির অমৃতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, ৬৪ বছর বয়সি মোহনলালের উচ্চমাত্রায় জ্বর, শ্বাস কষ্ট এবং মাসল পেইন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসযন্ত্রে ইনফেকশন রয়েছে। পাঁচ দিনের ওষুধ, পূর্ণ বিশ্রাম এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, গুজরাটে ‘এল টু’ সিনেমার শুটিং করছিলেন মোহনলাল। সেখানে থেকে কোচিতে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা আরো খারাপ ছিল। এখন তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মোহনলাল।

সর্বশেষ
সম্পর্কিত