*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়...

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে নিয়োগ...

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।

শনিবার সকালে অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সকালে বুকে ব্যথা ও অস্বস্তি শুরু হয় তার। এরপরেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রবীণ অভিনেতাকে।

প্রাথমিকভাবে তার এমআরআই করা হচ্ছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তাকে সাংসদ সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান।

এদিন সকালে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন মিঠুন। শুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান সোহম।

জানা গেছে, মিঠুনের আপাতভাবে যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়েছে, সেগুলো প্রাথমিকভাবে স্ট্রোকের উপসর্গ। তবে স্ট্রোক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসকদের মতে, এমআরআই রিপোর্ট দেখে এ বিষয়ে জানা যাবে।

এর পাশাপাশি আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই চিকিৎসকদের একটি টিম তৈরি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন।

সর্বশেষ
সম্পর্কিত