নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে হজ করতে গিয়ে এ বছর এ পর্যন্ত ৬৩ জন হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫০ জন পুরুষ আর ১৩ জন নারী। আর এই পর্যন্ত হজের ফিরতি ফ্লাইটে ৬১ হাজার ৭৫জন হাজিকে নিয়ে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬০টি ফ্লাইট।
বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এবছর ১৫ জুন হজ শুরু হয়। আর ১৭ জুন জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে শেষ করেছেন হজের আনুষ্ঠানিকতা।
এবার ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে ৮৫ হাজার ২২৫ হজযাত্রী সৌদি আরবে যান।
হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হয় ২০ জুন আর ফিরতি শেষ ফ্লাইটটি আসবে ২২ জুলাই।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরব যান। চলতি বছর সৌদি আরবসহ অন্যান্য দেশ মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন।
এর মধ্যে বিদেশি রয়েছেন ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন এবং সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী প্রবাসী মিলিয়ে হজে অংশ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন।