*** পরীক্ষামূলক পরিচালন ***

রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

‘ডাকসু নির্বাচনের ব্যাপারে আন্তরিক ঢাবি প্রশাসন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের বিষয়ে...

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনে ঢাকাসহ দেশের...

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চিলি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ১...

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও দুইজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। তারা হলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় হয় পুরো আয়োজন। আয়োজনের দ্বিতীয় ভাগে তিনি দুইজন উপদেষ্টাকে মঞ্চে আহ্বান জানান। এরপর তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। পরে তাদের গোপনীয়তার শপথও পাঠ করানো হয়। শেষে শপথবাক্যের ফাইলে রাষ্ট্রপতি ও দুই উপদেষ্টা সাক্ষর করেন।

এ নিয়ে সরকারের মোট ১৬ জন উপদেষ্টা শপথ নিলেন। তবে এই দুইজন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানা যায়নি। এদিকে, এখনও শপথ নেননি মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ-অধিনায়ক ফারুক-ই-আজম বীর প্রতীক।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। পরদিন তাদের মধ্যে দফতরও বন্টন করা হয়।

সর্বশেষ
সম্পর্কিত