মেট্রোরেলে চড়ে সচিবালয় থেকে আগারগাঁওস্থ বন অধিদপ্তরের অনুষ্ঠানে যোগ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মেট্রোরেলে চড়ে বিশ্ব জলাভূমি দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
মেট্রোরেলে ভ্রমণকালে যাত্রীদের সঙ্গে কথা বলেন পরিবেশমন্ত্রী। পাশে বসা যাত্রীর কোলে থাকা শিশুর হাতে হাত দিয়ে নামও জানতে চান মন্ত্রী। এ সময় পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে, এদিন সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বলেন, নির্বাচন ইস্যুতে থেমে থাকতে চায় না যুক্তরাষ্ট্র, তারা সামনে এগিয়ে যেতে চায়।
পরিবেশমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। এ সময়, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় ১৫ বিলিয়ন ডলার ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।