*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাশমিকা, আলিয়াকে টপকে শীর্ষে সামান্থা

ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দক্ষিণী...

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন...

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনায় তীব্র নিন্দা, দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায়...

মিশরকে উড়িয়ে ছেলেদের ফুটবলে ব্রোঞ্জ মরক্কোর

প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে সোনা জয়ের সুযোগ হাতছাড়া হয় মরক্কো অলিম্পিক দলের। তবে ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল তাদের সামনে। গতকাল সেই পদক জিতেই ইতিহাস গড়েছেন আশরাফ হাকিমি-সুফিয়ান রাহিমিরা।

অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো ফুটবলে কোনো পদক জিতেছে মরক্কো।

ব্রোঞ্জ জয়ের পথে মিশরকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে মরক্কো। প্রতিপক্ষকে উড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুফিয়ান। পুরো অলিম্পিকে মরক্কোর হয়ে এই কাজটাই তিনি করে আসছেন। সব মিলিয়ে ৮ গোলে প্যারিস অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতা মিশরের বিপক্ষেও জোড়া গোল করেছেন।

সুফিয়ানের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন আবদে এজ্জালজৌলি, বিলাল এল খান্নুউস, আকরাম নাকাচ ও দলের অধিনায়ক হাকিমি। ম্যাচের শুরু থেকেই মোহাম্মদ সালাহর দেশের জুনিয়রদের উপর ছড়ি ঘুড়াতে থাকেন হাকিমি-সুফিয়ানরা। ২৩ মিনিটে গোল উৎসব শুরু করেন এজ্জালজৌলি। লেফট উইঙ্গারের গোলের রেশ শেষ হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার সুফিয়ান।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের বিপরীতে উল্টো আরো ৪ গোল হজম করে মিশর। খান্নুউসের ৫১ মিনিটের বিপরীতে ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন সুফিয়ান। ৭৩ মিনিটে ব্যবধান ৫-০ করেন নাকাচ। আর ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে মিশরের জালে শেষ পেরেক দেন হাকিমি।

প্যারিস অলিম্পিকের ফুটবলে তৃতীয় পদক মরক্কোর নিশ্চিত হলেও সোনা ও রুপা কাদের কপালে জুটবে তা আজ জানা যাবে। রাত ১০ টায় সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

সর্বশেষ
সম্পর্কিত