মাদ্রাসার ছাত্র তাওহীদ ইসলামকে অপহরণ ও হত্যার দায়ের মূল পরিকল্পনা ও হত্যাকারী মো: মকবৃুল হোসেনকে মুক্তিপণের টাকাসহ গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারের পর আজ সোমবার রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার মঈন।
র্যাব জানায় গত রবিবার রাতে রাজধানীর কেরাণীগঞ্জের পোস্তগোলা থেকে মূলহোতা ও হত্যাকারী মো: মকবৃুল হোসেনকে গ্রেফতার করে র্যাব-১০।
গ্রেফতারকৃত আসামি খুবই সুপরিকল্পিতভাবে মাদ্রাসার ছাত্র তাওহীদ ইসলামকে অপহরণ করে হত্যা করে, পরে সেপ্টিক ট্যাংকে লাশ গুম রেখে মুক্তিপণের টাকা আদায় করে।
ঘটনায় তাওহীদ ইসলামের মা বাদী হয়ে কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করেন। এবং পরে র্যাবের কাছে অভিযোগ দায়ের করেন ।