*** পরীক্ষামূলক পরিচালন ***

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সচিবালয়ে আগুন: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে...

সচিবালয়ে আগুনে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, সুরক্ষা বাড়াতে চিঠি

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ...

অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সময় বেঁধে দিল সরকার

দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের...

ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকেও দ্বায়িত্ব নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় সেবা নিতে আসা রোগীদের সাথেও কথা বলেন তিনি। এছাড়া হাসপাতালের নানা সঙ্কট নিয়ে সেখানকার কর্মকর্তাদের সাথেও কথা বলেন তিনি।

ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের দ্বায়িত্বে থাকা চেয়ারম্যান ও সংসদ সদস্যরা যদি সে সমস্ত জায়গা পরিদর্শন করে আমাদের মন্ত্রণালয়কে জানান, তাহলে আমরা এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। আমি এ ব্যাপারে সংসদে আগেও বলেছি এখনও গণমাধ্যমে বলছি স্থানীয় নেতৃত্বে থাকা জনপ্রতিনিধিরা এ বিষয়ে আমাদেরকে অবহিত করুন।

উল্লেখ্য, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ হিসেবে জনবল সঙ্কটকে দায়ী করেন মন্ত্রী। তবে সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ
সম্পর্কিত