আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা।
বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। বিশ্বকাপে এটি তাদের প্রথম জয়।
নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় উগান্ডা। দলীয় ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। তবে অল্প রানের টার্গেট হওয়ায় টপ অর্ডারের বিদায়ের পর বুঝেশুনে খেলতে থাকে তারা। সর্বোচ্চ ৩৩ রান আসে রিয়াজত আলী শাহ’র ব্যাট থেকে। বাকিদের মধ্যে জুমা মিয়াগি করেন ১৩। আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রায়ান মাসাবার দল।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাপুয়া নিউ গিনি। দলীয় রানের খাতা না খুলতেই প্রথম উইকেট হারায় তারা। অতিরিক্ত ১৩ রান ছাড়া ব্যাটারদের থেকে সর্বোচ্চ ১৫ রান আসে হিরি হিরির ব্যাট থেকে। এছাড়া লেগা সিয়াকা ও কিপলিন ডোরিগা দুজনেই খেলেন ১২ রানের ইনিংস। দলের আট ব্যাটার এক অঙ্কের রানেই প্যাভিলিয়নের পথ ধরে। শেষ পর্যন্ত ১৯.১ ওভার শেষে ৭৭ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। উগান্ডার পক্ষে ২টি করে উইকেট নেন আলপেশ রামজানি, কসমাস কিয়েউতা, জুমা মিয়াগি ও ফ্রাঙ্ক সুবুগা। ১টি উইকেট পান ব্রায়ান মাসাবা।
উল্লেখ্য, ২ ম্যাচে ১ জয় নিয়ে গ্রুপ টেবিলের তিন নম্বরে উগান্ডা। সমান সংখ্যক ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে টেবিলের চারে পাপুয়া নিউ গিনি।