দেশের সার্বভৌমত্ব ঠিক আছে। বিএনপি উসকানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না। তবে আক্রান্ত হলে বাংলাদেশ বসে থাকবে না— এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৯ জুন) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এ সময় ঈদযাত্রা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মনোযোগ কম থাকার কারণে ফিরতি যাত্রায় বেশি দুর্ঘটনা ঘটে। তবে এ বছর এখন পর্যন্ত একশরও কম দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল ও থ্রি-হুইলারের কারণে বেশি দুর্ঘটনা ঘটেছে। থ্রি-হুইলার সড়কের শৃঙ্খলা চরমভাবে নষ্ট করছে। এ বিষয়ে দ্রুতই নীতিমালা করা প্রয়োজন।
তিস্তা চুক্তি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের রাজ্য সরকারের অনুমতির জন্য চুক্তিটি আটকে আছে। এ বিষয়ে আলাদাভাবে রাজ্য সরকারের সাথে আলোচনার সুযোগ নেই।