বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে যখন সারাদেশ উত্তাল, তখন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়— দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তবে রোববার (৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
শনিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ১২ সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া সব প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা দেয় সরকার। এর আগে, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্যে ১৬ জুলাই সারাদেশে স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।