*** পরীক্ষামূলক পরিচালন ***

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর...

পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে পরিচয়পত্র...

ফিলিপাইনে আতশবাজি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৫

দক্ষিণ ফিলিপাইনের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে চার বছর বয়সী এক শিশুসহ নিহত হয়েছে পাঁচজন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৩৮ জন। নিহতদের মধ্যে গুদাম কর্মী রয়েছে চারজন। নিহত শিশুটি কারখানাটির এক কর্মচারীর ছেলে। রোববার (৩০ জুন) এ তথ্য দিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। খবর, এএফপি’র।

ঘটনা তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান বলেন, শনিবার বিকেলে জাম্বোয়াঙ্গা সিটি সাইটে এই বিস্ফোরণ ঘটে। এতে মাটিতে ৬৬ ফুট বড় গর্ত সৃষ্টি হয়েছে। ধসে গেছে আশপাশের ভবন ও বাড়ি। তাছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়।

শহরের দুর্যোগ অফিস মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। তারা জানায়, এই ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিস্ফোরণে ভেঙে গেছে ডিপোর দেয়ালগুলো। কাছাকাছি একটি কোমল পানীয়র কারখানা, শস্য ও আটার গুদাম এবং এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উল্লেখ্য, তদন্তকারী কর্মকর্তাদের ধারণা অনু্যায়ী আগুনের সম্ভাব্য উৎস হলো গুদামে সংরক্ষিত আতশবাজি। বিস্ফোরণটি বিস্তৃত ৩ হাজার বর্গমিটারজুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সময় লেগেছে অন্তত দুই ঘণ্টা।

সর্বশেষ
সম্পর্কিত