জাতীয় সংসদের অধিবেশন থাকায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। সংসদ অধিবেশন থাকায় তিনি এখন আসছেন না। তিনি কবে আসবেন পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
এদিকে, প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের গেটসহ বিভিন্ন স্থানে সাজসজ্জা করার কার্যক্রম নেওয়া হয়।
এ ছাড়া শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কর্মকর্তাদের ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছিল।
সেগুলো হলো-
১. মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সকাল সাড়ে ৮টার মধ্যে সচিবালয়ে প্রবেশ করতে হবে।
২. মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবদের গাড়ি সচিবালয়ের ভেতরে পার্কিংয়ে থাকবে।
৩. সচিববালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তাদের সচিবালয়ের ভেতরে নামিয়ে দিয়ে গাড়িগুলো জাতীয় ঈদগাহ মাঠে পার্কিংয়ে রাখতে হবে।
৪. মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবসহ অন্যরা অস্ত্র বহন করবেন না।
৫. সচিবালয়ের ভেতরে কোনো সভার আয়োজন করা যাবে না।
৬. সাত ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।